توحيد الألوهية
আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “সীমালঙ্ঘনকারীরা ধ্বংস হল। এটি তিনবার বলেছেন।”
عن عبد الله بن مسعود -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: "هلك المُتَنَطِّعون -قالها ثلاثا-".
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেন যে, কোন কিছুতে বাড়াবাড়ি করা এবং তার গভীরে প্রবেশ করা ধ্বংসের কারণ হয়। এ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হলো তা থেকে নিষেধ করা। এ ধরনের বিষয়সমূহ হতে একটি বিষয় হলো, ইবাদাতে আত্মাকে এমনভাবে কষ্ট দেওয়া যাতে সে বিরক্ত হয় ও ছেড়ে দেয়। এ থেকে আরেকটি বিষয় হলো, কথার মধ্যে বাড়াবাড়ি করা এবং তার গভীরে প্রবেশ করা। আর অপরাধের বিবেচনায় মারাত্মক বাড়াবাড়ি এবং যার থেকে সতর্ক করা অধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে: নেককার লোকদের সম্মান দেখানোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা, যা এমন পথ পর্যন্ত নিয়ে যায়, যার পরিণতি হয় শির্ক।