مسائل الجاهلية
আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা বাড়াবাড়ি থেকে বিরত থাক। তোমাদের পূর্ববর্তীদের বাড়াবাড়িই ধ্বংস করেছে।”
عن عبد الله بن عباس -رضي الله عنهما- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: "إياكم والغُلُوَّ؛ فإنما أهلك من كان قبلكم الغُلُوُّ".
شرح الحديث :
এ হাদীসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে নিষেধ করেন। আর তা হলো দীনের মধ্যে সীমালঙ্ঘন করা। যেন আমরাও ধ্বংস না হই, যেমন পূর্বের উম্মতেরা ধ্বংস হয়েছে যখন তারা তাদের দীনের মধ্যে বাড়াবাড়ি এবং ইবাদতে সীমালঙ্ঘন করে ছিল।