صفات الجنة والنار
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফু হিসেবে বর্ণিত: “জান্নাতে এমন কিছু জাতি প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখীর অন্তরের মত।”
عن أبي هريرة -رضي الله عنه- مرفوعاً: «يَدخُلُ الجّنَّة أَقْوَام أَفئِدَتُهُم مِثل أًفئِدَة الطَّير».
شرح الحديث :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসী এক সম্প্রদায়ের বিশেষ সম্পর্কে সংবাদ দেন এবং তাদের অন্তরসমূহ হবে নরম ভীত যেমন পাখি ভীত-সন্ত্রস্ত হয়। এ সব মু’মিনের তাদের রবের ভয় থেকে এটি হবে। যেমননিভাবে পাখি অধিক ভীত ও আতঙ্কিত হয়, তারাও তাদের প্রয়োজন মেটাতে সব মানুষের চেয়ে আল্লাহর ওপর অধিক ভরসাকারী। যেমন পাখি সকাল বেলা তার রিযিকের সন্ধানে বের হয়ে পড়ে।