قيام الليل
আবূ হুরায়রা ও আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাতে জাগিয়ে উভয়ে সালাত পড়ে অথবা তারা উভয়ে দু’ রাকাত সালাত আদায় করে, তবে তাদেরকে (অতীব) যিকিরকারী ও যিকিরকারিনীদের দলে লিপিবদ্ধ করা হয়।”  
عن أبي هريرة وأبي سعيد -رضي الله عنهما- مرفوعاً: «إذا أَيْقَظَ الرَّجُل أهَله من الليل فَصَلَّيا أو صلى ركعتين جميعا، كُتِبَا في الذَاكِرين والذَاكِرات».

شرح الحديث :


হাদীসের অর্থ : যখন কোনো ব্যক্তি রাতের বেলায় সালাতের জন্য দণ্ডায়মান হয় এবং তার স্ত্রীকে জাগিয়ে উভয়ে সালাত পড়ে অথবা একাকি সালাত আদায় করে, তবে তাদেরকে (অতীব) যিকিরকারী ও যিকিরকারিনীদের দলে লিপিবদ্ধ করা হয়। এই ফযীলতের মধ্যে অন্তর্ভুক্ত করে : পুরুষ তার মাহরাম নারীদের সাথে এবং মহিলা তার মাহরাম পুরুষদের সাথে। অতএব, পুরুষ তার স্ত্রী ও মেয়েদেরকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া অথবা মেয়ে তার মা বা পিতাকে ঘুম থেকে জাগিয়ে দেওয়া প্রত্যেকেই যারা তাদের আত্মীয়-স্বজনদেরকে রাতের সালাতের জন্য ঘুম থেকে জাগিয়ে দেয় সকলেই এ ফযীলতের অন্তর্ভুক্ত। পুরুষ দায়িত্ব পালনের ব্যাপারে অধিক সতর্ক বিধায় এখানে পুরুষকে জাগানোর ব্যাপারে খাস করা হয়েছে, আর তা না হয়ে যদি নারী ঘুম থেকে জাগিয়ে দেয় তাহলে ব্যপারটি যেমন বলা হয়েছে তেমনি হবে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية