فضائل الصحابة رضي الله عنهم
জাবের ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত: “যুবাইর আমার চাচাত ভাই এবং আমার উম্মাত থেকে আমার সাহায্যকারী”।  
عن جابر بن عبد الله -رضي الله عنه- مرفوعًا: «الزُّبير ابن عَمَّتي، وحَوَاريِّ من أُمَّتي».

شرح الحديث :


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন যে, যুবাইর ইবনুল আওয়াম ফুফী সুফিয়্যাহ বিনতে আব্দুল মুত্তালিবের ছেলে। আর তিনি তার উম্মতের মধ্য হতে তার সাহায্যকারী।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية