صفة الصلاة
আবূ মালিক আল-আশজাঈ সা‘দ ইবনু তারেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতাকে বললাম, হে পিতা! আপনি অবশ্যই রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, আবূ বকর, ‘উমার ও ‘উসমান রাদিয়াল্লাহু ‘আনহুম-এর পিছনে সালাত আদায় করেছেন এবং এই কুফায় ‘আলী রাদিয়াল্লাহু ‘আনহু-এর পেছনে প্রায় পাঁচ বছর সালাত আদায় করেছেন। তাঁরা কি ফজরের সালাতে দু‘আ কুনূত পড়তেন? তিনি বলেন, হে বৎস! এটা তো বিদ্আত।
عن أبي مالك الأشجعي سعد بن طارق -رضي الله عنه- قال: قلت لأبي: يا أبت إنك قد صليت خلف رسول الله -صلى الله عليه وسلم- وأبي بكر وعمر وعثمان وعلي هاهنا بالكوفة، نحوًا من خمس سنين، «فكانوا يَقْنُتُونَ في الفجر؟» فقال: أَيْ بُنَيَّ مُحْدَثٌ.
شرح الحديث :
হাদীস শরীফটি স্পষ্ট করে যে, ফজরের সালাতে কুনুত পড়া যদি কোন নির্ধারিত বিপদ না হয়, তবে তা বিদআত হবে। শাইখুল ইসলাম বলেছেন ভিতিরের সালাত ছাড়া অন্য কোন সালাতে কুনূত পড়বে না। তবে যদি মুসলিমদের ওপর কোন বিপর্যয় নেমে আসে। তখন প্রত্যেক মুসল্লী সব সালাতেই কুনূত পড়বে। কিন্তু ঐ বিপর্যয়ের মুনাসেব সময় ফজর ও মাগরিব অধিক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সুন্নাহ বিষয়ে ফিকির করবে সে অবশ্যই নিশ্চিতভাবে জানতে পারবে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালাতেই সব সময় কুনূত পড়েননি। তাওযীহুল আহকাম (২/২৫০)