الحضارة الإسلامية
আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় মসজিদ নির্মান, মসজিদকে পরিস্কার-পরিচ্ছন্ন ও সুগন্ধময় করার নির্দেশ দিয়েছেন।  
عن عائشة -رضي الله عنها- قالت: أَمَر رسول الله -صلى الله عليه وسلم- بِبناء المساجد في الدُّورِ، وأن تُنظَّف، وتُطيَّب.

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় মসজিদ বানানোর নির্দেশ দেন। অর্থাৎ প্রতিটি এলাকায় মসজিদ হবে। এবং মসজিদকে পবিত্র করার নির্দেশ দেন যেন তা থেকে ময়লা আবর্জনা দূর করা হয়। আর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হয় এবং তাতে যেন বুখুর ইত্যাদি যার মধ্যে সুঘ্রাণ রয়েছে রাখা হয়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية