أخطاء المصلين
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত: “তিনি মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে অপছন্দ করতেন। আর তিনি বলতেন এটি ইয়াহুদীরা করে”।
عن عائشة -رضي الله عنها- أنها كانت تكره أن يجعل يده في خَاصِرَتِهِ، وتقول: إن اليهود تفعله.
شرح الحديث :
হাদীস শরীফটি স্পষ্ট করে যে, একজন মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপছন্দ করতেন। আর তিনি এর কারণ বর্ণনা করে বলেন এটি ইয়াহুদীদের কর্ম।