أخطاء المصلين
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত: “তিনি মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে অপছন্দ করতেন। আর তিনি বলতেন এটি ইয়াহুদীরা করে”।  
عن عائشة -رضي الله عنها- أنها كانت تكره أن يجعل يده في خَاصِرَتِهِ، وتقول: إن اليهود تفعله.

شرح الحديث :


হাদীস শরীফটি স্পষ্ট করে যে, একজন মুসল্লীর সালাতে কোমরে হাত রাখাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অপছন্দ করতেন। আর তিনি এর কারণ বর্ণনা করে বলেন এটি ইয়াহুদীদের কর্ম।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية