إزالة النجاسات
আবূ হুরায়রা রাদিয়াল্লাহ ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,“যখন মোজাদ্বয় দ্বারা নাপাকী পাড়ানো হয়, তখন তার পবিত্রতা হলো মাটি।”
عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «إذا وَطِئَ الأَذَى بِخُفَّيْه، فَطَهُورُهُمَا التُّرَاب».
شرح الحديث :
যখন কোন মানুষ মোজা, জুতা বা এ ধরনের কোন কিছু যা দ্বারা পা ডাকা হয়, পরিধান করল এবং সে নাপাকী পাড়ালো, অতঃপর নাপাক জুতা বা মোজা নিয়ে পবিত্র স্থানে চলাচল করল অথবা মাটি দ্বারা তা ঘষা দিল, তখন তার মোজাদ্বয় পাক হয়ে যাবে এবং তাতে সালাত বৈধ হবে।