مبطلات الصلاة
আলী ইবন তালাক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে পায়ু ত্যাগ করে সে যেন ফিরে গিয়ে ওযূ করে এবং সালাত পুণরায় আদায় করে।
عن علي بن طَلق -رضي الله عنه- عن النبي -صلى الله عليه وسلم- أنه قال: «إذا فَسَا أحَدُكم في الصلاة فَلْيَنْصَرِف، وليتوضأ، وَليُعِدِ الصلاة».
شرح الحديث :
যখন মুসল্লী পায়ু ত্যাগ করে বা সালাত অবস্থায় ওযূ ভঙ্গের কারণসমূহের কোন কারণ পায় চাই সালাত ফরয হোক বা নফল হোক তার ওপর জরুরি হলো সে সালাত থেকে ফিরে যাবে সালাত চালিয়ে যাবে না তারপর সে ওযূ করবে অতঃপর সে সালাত পূনরায় আদায় করবে। হাদীসটি দুর্বল। কিন্তু এ বিধানটির স্বপক্ষে প্রমাণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন ব্যক্তির অভিযোগ করা হল যে সালাতে কোন কিছু পাওয়া গেছে বলে ধারণ করে? তিনি বললেন, সে সালাত ছেড়ে যাবে না যতক্ষণ না সে আওয়ায শুনতে পায় অথবা গন্ধ পায়”। মুত্তাফাকুন আলাইহি। তাওহধীহুল আহকাম, সুবুলুস সালাম, তাসহীলুল ইলমাম ও ফাতহু জিলজালালি ওয়াল ইকরাম।