أسباب إجابة الدعاء وموانعه
আনাস —রাদিয়াল্লাহু ‘আনহু— হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আযান ও ইকামাতের মাঝখানের দো‘আ প্রত্যাখ্যান করা না”।  
عن أنس -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «لا يُرد الدعاء بين الأذان والإقامة».

شرح الحديث :


হাদীস শরীফটি বর্ণনা করে যে, দো‘আ কবুলের স্থানসমূহ হতে একটি স্থান হলো, আযান ও ইকামাতের মধ্যবর্তী সময়। চাই তা মসজিদে হোক বা মসজিদের বাইরে হোক।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية