ذم المعاصي
আবূ হুরায়রাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “ঘন্টা বা ঘুঙুর শয়তানের বাঁশি।”  
عن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- قال: «الجَرَسُ مَزَامِيرُ الشَّيطَان».

شرح الحديث :


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে, সব ঘুঙুর চতুষ্পদ জন্তুর গলায় ঝুলানো হয়, তা শয়তানের অস্ত্রসমূহের একটি অস্ত্র; যা দ্বারা সে তার বন্ধুদেরকে তাদেরকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তা থেকে বিরত রাখে এবং সে উদ্দেশ্য থেকে ফিরিয়ে রাখে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية