المسح على الخفين ونحوهما
মুগীরা ইবন শু‘বা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “তাবুকের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়েছি, তিনি মোজার উপরে ও নিচে মাসেহ করেছেন।”
عن المغيرة بن شعبة -رضي الله عنه- قال: «وَضَّأْتُ النبي -صلى الله عليه وسلم- في غزوة تبوك، مَسَحَ أعلى الخفين وأسفَلَهُمَا».
شرح الحديث :
মুগীরা ইবন শু‘বা রাদিয়াল্লাহু ‘আনহু এ হাদীসটি বর্ণনা করেন যে, তাবুকের যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন। তিনি বলেন, “ওযুর পানি আমি তার দুই হাতের ওপর ঢেলে ছিলাম”। তার বাণী “তিনি মোজার উপরে ও নিচে মাসেহ করেছেন” এতে মোজার উপর মাসেহ করান স্থান নির্ধারণ করা হয়েছে। আর তা হচ্ছে তার উপর ও নিচে। তবে হাদীসটির মধ্যে দুর্বলতা রয়েছে। মোজার উপরে ও নিচে উভয় পাশে মাসেহ করতে হবে এমন কোনো মারফূ‘ সহীহ হাদীস প্রমাণিত নয়। আলী ও মুগীরা রাদিয়াল্লাহু আনহুমা থেকে গ্রহণযোগ্য সনদে প্রমাণিত যে, মোজার উপর মাসেহ শুধু উপরিভাগেই নির্ধারিত। সুতরাং বিশুদ্ধ মতে মাসেহ করার স্থান হলো মোজার উপরিভাগে নিচে নয়।