المسح على الخفين ونحوهما
মুগীরা ইবন শু‘বা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফূ‘ হিসেবে বর্ণিত, “তাবুকের যুদ্ধে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়েছি, তিনি মোজার উপরে ও নিচে মাসেহ করেছেন।”  
عن المغيرة بن شعبة -رضي الله عنه- قال: «وَضَّأْتُ النبي -صلى الله عليه وسلم- في غزوة تبوك، مَسَحَ أعلى الخفين وأسفَلَهُمَا».

شرح الحديث :


মুগীরা ইবন শু‘বা রাদিয়াল্লাহু ‘আনহু এ হাদীসটি বর্ণনা করেন যে, তাবুকের যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেন। তিনি বলেন, “ওযুর পানি আমি তার দুই হাতের ওপর ঢেলে ছিলাম”। তার বাণী “তিনি মোজার উপরে ও নিচে মাসেহ করেছেন” এতে মোজার উপর মাসেহ করান স্থান নির্ধারণ করা হয়েছে। আর তা হচ্ছে তার উপর ও নিচে। তবে হাদীসটির মধ্যে দুর্বলতা রয়েছে। মোজার উপরে ও নিচে উভয় পাশে মাসেহ করতে হবে এমন কোনো মারফূ‘ সহীহ হাদীস প্রমাণিত নয়। আলী ও মুগীরা রাদিয়াল্লাহু আনহুমা থেকে গ্রহণযোগ্য সনদে প্রমাণিত যে, মোজার উপর মাসেহ শুধু উপরিভাগেই নির্ধারিত। সুতরাং বিশুদ্ধ মতে মাসেহ করার স্থান হলো মোজার উপরিভাগে নিচে নয়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية