صفات الجنة والنار
সাহাল ইবন সা‘দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতীগণ (তাদের উপরস্থ) খাসকামরার লোকগণকে এমনভাবে দেখবে, যেভাবে তোমরা আকাশের তারকা দেখে থাক।”
عن سهل بن سعد -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: «إن أهل الجنة لَيَتَراءَوْنَ الغُرَفَ في الجنة كما تَتَراءَوْنَ الكوكب في السماء».
شرح الحديث :
জান্নাতীদের মর্যাদা ও অবস্থান তাদের স্তর অনুযায়ী বিভিন্ন ধরনের হবে। এমনকি উচ্চ মর্যাদার অধিকারী যারা তাদেরকে তাদের নিচের স্তরের লোকেরা নক্ষত্রের মতো দেখতে পাবে।