المسح على الخفين ونحوهما
হুযায়ফা ইবনুল ইয়মান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহর সাথে ছিলাম তারপর তিনি পেশাব করলেন ও অযু করলেন এবং তিনি মোজার উপর মাসাহ করলেন।
عن حذيفة بن اليمان -رضي الله عنهما- قال: «كنتُ مع النبي -صلى الله عليه وسلم- فبَالَ, وتوَضَّأ, ومَسَح على خُفَّيه».
شرح الحديث :
হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু সংবাদ দেন যে, একদিন তিনি মদীনাতে রাসূলুল্লাহর সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার ইচ্ছা করলে দেয়ালের পিছনে এক সম্প্রদায়ের ময়লার স্থানের আসলেন। তারপর তিনি পেশাব করলেন, অযু করলেন এবং স্বীয় মোজার উপর মাসাহ করলেন। আর তার অযুটি ছিল পাথর ব্যবহার কিংবা পানি ব্যবহারের পর। যেমন, এটিই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ অভ্যাস।