آداب الكلام والصمت
সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, “তোমরা আল্লাহর অভিশাপ, আল্লাহর গযব বা জাহান্নাম দ্বারা অভিশাপ দিও না।”
عن سمرة بن جندب -رضي الله عنه- مرفوعاً: «لا تَلاعَنُوا بلعنة الله، ولا بغضبه، ولا بالنار»
شرح الحديث :
হাদীসটি মুমিনদেরকে পরস্পর বিভিন্ন প্রকার দুআ দ্বারা বদ-দুঅা করতে নিষেধ করেছে। আর তা হচ্ছে, আল্লাহর অভিশাপ, আল্লাহর গযব। কারণ আল্লাহর কাছে এ সব দুআ অনেক গুরুতর বিষয়। দলীলুল ফালিহীন (৮/৫৭)