توحيد الألوهية
সাঈদ ইবন জুবাইর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, “যে ব্যক্তি কোনো মানুষ থেকে তাবীজ কেটে দিল, সে একটি গোলাম মুক্ত করার মতো হলো।  
عن سعيد بن جبير قال: "من قطع تَمِيمَةً من إنسان كان كَعِدْلِ رقبة".

شرح الحديث :


যে ব্যক্তি কোনো মানুষ থেকে মুসীবত দূর করার জন্য গলায় ঝুলায় এমন কোনো বস্তু সরিয়ে দেন তার সম্পকে হাদীসটি সংবাদ দেয় যে, তার জন্য রয়েছে গোলামী থেকে কোনো গোলামকে আযাদ করার সাওয়াবের মতো সাওয়াব। কারণ, তাবীজ ঝুলানোর কারণে লোকটি শয়তানের উপাসনায় বা গোলামীতে লিপ্ত। যখন সে তার থেকে তাবীজ সরিয়ে দিল, তাকে শয়তানের গোলামী থেকে তাকে মুক্ত করল।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية