ذم حب الدنيا
আব্দুল্লাহ বিন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ‘ হিসেবে বর্ণিত, “তোমরা জমি-জায়গা, বাড়ি-বাগান ও শিল্প-ব্যবসায়ে বিভোর হয়ে পড়ো না। তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়বে।”  
عن عبد الله بن مسعود -رضي الله عنه- مرفوعاً: «لا تَتخِذوا الضَّيْعَةَ فترغَبُوا في الدنيا».

شرح الحديث :


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার পিছনে ছুটে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা ও ঘরবাড়ি নির্মাণ করার মাধ্যমে ধন-সম্পদ উপার্জন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া থেকে সতর্ক করেছেন। কেননা এর ফলে যেই আখিরাতের জন্যই সৃষ্টিকূল সৃষ্ট হয়েছে তা থেকে বান্দা পরিপূর্ণভাবে ফিরে যায়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية