النفقات
আবূ মাসউদ আল-বাদরী-রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যখন ব্যক্তি তার পরিবারের ওপর সাওয়াবের উদ্দেশ্যে কোনো খরচ করে, সেটা তার জন্য সদকা।”  
عن أبي مسعود البدري -رضي الله عنه- مرفوعاً: «إذا أَنْفَقَ الرجلُ على أهله نَفَقَةً يَحْتَسِبُهَا فهي له صَدَقَةٌ».

شرح الحديث :


যখন ব্যক্তি তার পরিবার ও অন্যান্য যাদের ওপর খরচ করতে সে বাধ্য তাদের ওপর আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে কোনো খরচ করে, তার বিনিময়ে আল্লাহ তাকে সদকার মতো সাওয়াব দান করবেন।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية