النفقات
আবূ মাসউদ আল-বাদরী-রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যখন ব্যক্তি তার পরিবারের ওপর সাওয়াবের উদ্দেশ্যে কোনো খরচ করে, সেটা তার জন্য সদকা।”
عن أبي مسعود البدري -رضي الله عنه- مرفوعاً: «إذا أَنْفَقَ الرجلُ على أهله نَفَقَةً يَحْتَسِبُهَا فهي له صَدَقَةٌ».
شرح الحديث :
যখন ব্যক্তি তার পরিবার ও অন্যান্য যাদের ওপর খরচ করতে সে বাধ্য তাদের ওপর আল্লাহর নৈকট্যের উদ্দেশ্যে কোনো খরচ করে, তার বিনিময়ে আল্লাহ তাকে সদকার মতো সাওয়াব দান করবেন।