فضل الجهاد
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, “তোমাদের কেউ একবার চিমটি কাটায় যতোটুকু ব্যাথা পায়, শহীদ তার শাহাদাতের সময় ততোটুকুই কষ্ট পায়।”  
عن أبي هريرة -رضي الله عنه- مرفوعاً: «ما يجد الشهيد من مَسِّ القتل إلا كما يجد أحدكم من مَسِّ القَرْصَة».

شرح الحديث :


এ হাদীসে শহীদ যুদ্ধের ময়দানে কতটুকু ব্যথা অনুভব করে সে সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে। তারা শহীদ হওয়ার সময় শুধু ততটুকু ব্যথাই অনুভব করে যতটুকু আমাদের কেউ পিপড়ার কামড়ে ব্যথা পায়।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية