فضل الجهاد
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু সূত্রে বর্ণিত, “তোমাদের কেউ একবার চিমটি কাটায় যতোটুকু ব্যাথা পায়, শহীদ তার শাহাদাতের সময় ততোটুকুই কষ্ট পায়।”
عن أبي هريرة -رضي الله عنه- مرفوعاً: «ما يجد الشهيد من مَسِّ القتل إلا كما يجد أحدكم من مَسِّ القَرْصَة».
شرح الحديث :
এ হাদীসে শহীদ যুদ্ধের ময়দানে কতটুকু ব্যথা অনুভব করে সে সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়েছে। তারা শহীদ হওয়ার সময় শুধু ততটুকু ব্যথাই অনুভব করে যতটুকু আমাদের কেউ পিপড়ার কামড়ে ব্যথা পায়।