العلاقة بين الرجل والمرأة
আসওয়াদ ইবন ইয়াযীদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাঁর ঘরে কী কী করতেন তা জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, “তিনি পারিবারিক পেশায় নিয়োজিত থাকতেন অর্থাৎ স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন অতঃপর যখনই সালাতের সময় হতো তখনই তিনি সালাতের জন্য বের যেতেন”।  
عن الأسود بن يزيد، قال: سُئِلَتْ عائشةُ -رضي الله عنها- ما كانَ النبيُّ -صلى الله عليه وسلم- يَصْنَعُ في بَيتِهِ؟، قالَتْ: كانَ يَكونُ في مِهنَةِ أهلِهِ -يَعني: خِدمَة أهلِهِ- فإذا حَضَرَتِ الصلاةُ، خَرَجَ إلى الصلاةِ.

شرح الحديث :


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের মধ্যে অন্যতম ছিলো তিনি যখন ঘরে অবস্থান করতেন তখন তিনি পরিবারের কাজে সহযোগিতা করতেন, তিনি নিজে দুধ দোহন করতেন, জুতা সেলাই করতেন, এছাড়াও গৃহের অন্যান্য কাজে স্ত্রীদেরকে সাহায্য করতেন। কেননা আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তার স্ত্রীদের সাথে কী কী করতেন তা জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, “তিনি পরিবারের কাজে নিয়োজিত থাকতেন অর্থাৎ তাদের খেদমতে নিয়োজিত থাকতেন। সকল কাজে বিনয় ও নিজেকে ছোট মনে করা এবং ভোগ-বিলাসিতা থেকে দূরে থাকা মূলত সমস্ত নবী-রাসূলদের সুমহান চরিত্রের অন্যতম।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية