الصفات الخَلْقية
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের চেয়ে বেশি সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন।  
عن أنس -رضي الله عنه- قَالَ: كَانَ رسولُ اللهِ -صلى الله عليه وسلم- أحسنَ النَّاس خُلُقاً.

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, বিনয় ও আখলাকের বর্ণনা। কারণ, তিনি সমস্ত সৌন্দর্য ও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং এগুলো তার ভেতর পূর্ণমাত্রায় ছিল।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية