أحكام التداوي
রাফি‘ ইবন খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কুকুরের দাম, পতিতার পারিশ্রমিক এবং শিঙ্গার উপার্জন নিকৃষ্ট।”  
عن رافع بن خديج -رضي الله عنهما- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: «ثمن الكلب خبيث، ومهر البغي خبيث، وكسب الحجام خبيث».

شرح الحديث :


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খারাপ ও নিচু মানের উপার্জন ব্যাখ্যা করেছেন, যেন আমরা সেগুলো ছেড়ে পবিত্র ও ভদ্র পেশা গ্রহণ করি। এসব খারাপ উপার্জনের মধ্যে আছে কুকুরের দাম, পতিতার পতিতা বৃত্তির পারিশ্রমিক ও শিঙ্গার দাম।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية