البيوع المحرمة
আব্দুল্লাহ ইবনু ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বর্ণনা করেছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি খাদ্য ক্রয় করবে, সে তা পুরোপুরি আয়ত্তে না এনে বিক্রি করবে না”।  
عن عبد الله بن عمر-رضي الله عنهما- عن النبي -صلى الله عليه وسلم- أنه قال: «من ابْتَاعَ طعاما فلا يَبِعْهُ حتى يَسْتَوْفِيَهُ»، وفي لفظ: «حتى يَقْبِضَهُ».

شرح الحديث :


যেহেতু খাদ্য করায়ত্ব করা দ্বারাই পরিপূর্ণ মালিকানা ও বেচা-কেনা সম্পন্ন হয়, তাই প্রজ্ঞাবাণ শরি‘আত প্রণেতা ক্রেতাকে খাদ্য করায়ত্ব ও পূর্ণ নিয়ন্ত্রণ করা ছাড়া বিক্রি করতে নিষেধ করেছেন।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية