ذَمُّ الهوى والشَّهوات
উসামাহ ইবন যায়েদ রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমি আমার পর পুরুষের জন্য নারীর চেয়ে বেশি ক্ষতিকারক অন্য কোনো ফিতনা রেখে যাই নি।”  
عن أسامة بن زيد -رضي الله عنهما- مرفوعاً: «ما تركت بعدي فتنة هي أضر على الرجال من النساء».

شرح الحديث :


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে, নারীরা ফিতনার বড় কারণ। এর কারণ, যখন তারা ঘর থেকে বের হয় এবং পুরুষদের সাথে মিশে এবং নির্জনতার সুযোগ হয়, তখন এতে তারা উত্তেজিত হয় এবং সত্য থেকে বিমুখ হয়। আর ক্ষতি এখানে দীন ও দুনিয়া উভয় জগতেরই হয়ে থাকে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية