الحياة الآخرة
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “কিয়ামতের দিন প্রত্যেক হকদারকে অবশ্যই হক বুঝিয়ে দেওয়া হবে। এমনকি শিংবিহীন ছাগলের জন্যে শিংযুক্ত ছাগল থেকে বদলা গ্রহণ করা হবে।  
عن أبي هريرة -رضي الله عنه- مرفوعاً: «لَتُؤَدُّنَّ الحقوق إلى أهلها يوم القيامة، حتى يُقادَ للشاة الجَلْحَاءِ من الشاة القَرْنَاءِ».

شرح الحديث :


কিয়ামতের দিন নির্যাতিত ব্যক্তি তার ওপর অত্যাচারকারী থেকে প্রতিশোধ নিবে। এমনকি শিংবিহীন ছাগল শিংযুক্ত ছাগল থেকে বদলা নিবে। তোমার রব কারো ওপর যুলুম করেন না।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية