أحكام النساء
আবদুল্লাহ ইবন ‘আমর ইবনুল ‘আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু‘ সনদে বর্ণিত, দুনিয়া উপভোগ্য সম্পদ এবং দুনিয়ার উত্তম সম্পদ পুণ্যবতী নারী।  
عن عبد الله بن عمرو بن العاص -رضي الله عنهما- مرفوعاً: «الدنيا متاع، وخير متاعها المرأة الصالحة».

شرح الحديث :


দুনিয়া ও এর মধ্যকার যা কিছু আছে তা সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য ভোগ্য বিষয়। অতঃপর তা বিলুপ্ত হয়ে যাবে। তবে ক্ষণস্থায়ী এ দুনিয়ার সম্পদের মধ্যে উত্তম সম্পদ পুণ্যবতী নারী যে আখিরাতের কাজে সাহায্য করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের নারী সম্পর্কে বলেছেন, স্বামী তার দিকে তাকালে (তার হাস্যাজ্জ্বল চেহারা ও প্রফুল্লতা) তাকে আনন্দিত করে, তাকে কোনো নির্দেশ দিলে সে তা পালন করে এবং স্বামীর অনুপস্থিতিতে সে তার সম্ভ্রম ও সম্পদের হিফাযত করে।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية