فضل الدعاء
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ হিসেবে বর্ণিত, মহান আল্লাহর নিকট দু‘আর চেয়ে অধিক ফযীলতপূর্ণ আর কিছু নেই।
عن أبي هريرة -رضي الله عنه- مرفوعاً: «ليس شيءٌ أكرمَ على الله من الدعاء».
شرح الحديث :
“মহান আল্লাহর নিকট দু‘আর চেয়ে অধিক ফযীলতপূর্ণ কোনো জিনিস নেই।” কেননা এটা ইবাদত। আর ইবাদত হচ্ছে ঐ কাজ যার জন্য আল্লাহ সৃষ্টিকূল সৃষ্টি করেছেন। আর দুআ আল্লাহর কুদরত ও তার জ্ঞানের প্রশস্ততার প্রমাণ বহন করে। আর দুআকারীর অপারগতা ও প্রয়োজনীয়তা প্রমাণ করে। এজন্যই দুআ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত এবাদত।