فضل الحج والعمرة
আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল! আমরা জিহাদকে সর্বোত্তম আমল হিসেবে জানি, আমরা কি জিহাদ করব না?’ তিনি বললেন, “তোমাদের (মহিলাদের) জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে ‘মাবরূর’ হজ।”  
عن عائشة -رضي الله عنها- قالت: قُلتُ: يا رَسُولَ الله، نَرَى الجهادَ أفضلَ العمل، أفلا نُجاهِد؟ فقال: «لَكُنَّ أفضلُ الجهادِ: حجٌّ مبرور».

شرح الحديث :


উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা ও তার সাথে নারীরা বিশ্বাস করত যে, সর্বোত্তম ও অধিক সাওয়াবের আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ ও দুশমনদের সাথে যুদ্ধ করা, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে উত্তম আমলের নির্দেশনা দিলেন, আর সেটি হচ্ছে এমন হজ, যার সাথে পাপের সংমিশ্রন থাকে না।  

ترجمة نص هذا الحديث متوفرة باللغات التالية