آداب الكلام

কথা বলার আদব


مقطع مرئي، باللغة البنغالية، وفيه بيان بعض آداب الكلام، وأنه ينبغي للإنسان أن يتكلم بالخير أو ليصمت، وأن يحفظ لسانه من الكلام المحرم.
একজন ব্যক্তিকে তার মুখ দিয়ে উচ্চারিত প্রতিটি শব্দের জন্য জবাবদিহি করতে হবে। তিনি যদি উত্তম কিছু বলেন, তবে তিনি পুরস্কৃত হবেন। আর যদি মন্দ কিছু বলেন, তবে সেই মন্দ কথার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। কাজেই মুখের কথা বিপদের কারণ হতে পারে। আলোচ্য ভিডিও লেকচারটিতে সম্মানিত আলোচক কথা বলার আদব নিয়ে বিশদ বিবরণ পেশ করেন।