كتاب باللغة البنغالية عبارة عن جمع لبعض فتاوى الشيخ ابن باز وابن عثيمين وبعض ما ذكره شيخ الإسلام ابن تيمية من تحقيقاته في مسائل الجمع والقصر في السفر.
সফর বা ভ্রমন বর্তমান যুগের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আর সালাত এমন একটি ইবাদাত যা মুসলিমের জন্য সফর ও ইকামত উভয় অবস্থাতেই যথাযথভাবে পালন করতে হয়। মুসলিম মুসাফির ব্যক্তি যখন সফর করে তখন সফরে সালাতকে কীভাবে কসর করবে আর কীভাবে জমা করে আদায় করবে সে বিধি-বিধানগুলো জেনে নিতে হয়। আর তাই এখানে এতদসংক্রান্ত হারামাইন শরীফাইনের আলেমগণ যেমন শাইখ ইবন বায ও ইবন উসাইমীন এবং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যা রহ. এর কিছু গবেষণার ফল তুলে ধরা হয়েছে।