عقوق الوالدين : أسبابه – مظاهره – سبل العلاج

পিতামাতার অবাধ্যতা: কারণ, কিছু বাহ্যিক চিত্র ও প্রতিকারের উপায়


كتاب مترجم إلى اللغة البنغالية يبين : • تعريف عقوق الوالدين • من مظاهر عقوق الوالدين • نماذج من قصص العقوق • أسباب العقوق • سبل العلاج • تعريف البر بالوالدين • الآداب التي تراعى مع الوالدين • الأمور المعينة على البر • بين الزوجة والوالدين • نماذج من قصص البر.
বস্তুত পিতামাতার সাথে সদ্ব্যবহার করার বিষয়টি এমন একটি বিষয়ের অন্তর্ভুক্ত, যা সুস্থস্বভাব ও বিশুদ্ধ প্রকৃতি কর্তৃক স্বীকৃত, যার ব্যাপারে আসমানী শরী‘য়ত একাট্টা; আর তা হল নবীদের চরিত্র এবং সৎকর্মশীল ব্যক্তিগণের স্বভাব। যেমনিভাবে তা ঈমানের সত্যতা, ব্যক্তির মহত্ব ও সুন্দরভাবে দায়িত্ব পালনের উপর উৎকৃষ্ট দলীল ও প্রমাণ। আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করার বিষয়টি ইসলামী শরী‘য়তের মহান সৌন্দর্যের অন্তর্ভুক্ত; এটা হল অনুগ্রহের স্বীকৃতি, মর্যাদা সংরক্ষণ, শরী‘য়তের পরিপূর্ণতার উপর প্রমাণ এবং তা অন্তর্ভুক্ত করে সকল প্রকার অধিকারকে। এ গ্রন্থের পৃষ্ঠাসমূহের ধারাবাহিকতায় নিম্নোক্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা হয়েছে:<br /> - অবাধ্যতার সংজ্ঞা<br /> - পিতামাতার অবাধ্যতার বাহ্যিক রূপ-প্রকৃতি<br /> - অবাধ্যতার নমুনা কাহিনী<br /> - অবাধ্যতার কারণ<br /> - প্রতিকারের উপায় <br /> - পিতামাতার সাথে সদ্ব্যবহারের পরিচয়<br /> - পিতামাতার সাথে আচার-আচরণের লক্ষণীয় দিক<br /> - সদ্ব্যবহারে সহায়ক বিষয় বা কর্মকাণ্ডসমূহ<br /> - স্ত্রী ও পিতামাতার মাঝে সমন্বয়<br /> - সদ্ব্যবহারের কিছু নমুনা কাহিনী।