الإيمان بالكتب

আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান


مقطع مرئي، باللغة البنغالية، وفيه بيان معنى الإيمان بالكتب، وذكر بعض الكتب المنزَّلة، وبيان لوازم الإيمان بالكتب، وأن القرآن آخر كتاب أنزله الله، وهو هداية لجميع الناس إلى قيام الساعة، وذكر ثمرات الإيمان بالكتب.
আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনা ঈমানের অন্যতম দাবী। এ কিতাবসমূহে যা রয়েছে তা সত্য ও ন্যায়। এর অনুসরণ ও তদানুযায়ী আমল করা ওয়াজিব। একমাত্র আল্লাহ ছাড়া এ কিতাব সমূহের সংখ্যা কেউ জানে না। “আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান” শীর্ষক এ ভিডিও লেকচারটিতে ঈমানের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে।