الإيمان بالقدر

ভাগ্যের প্রতি ঈমান


مقطع مرئي، باللغة البنغالية، وفيه بيان معنى الإيمان بالقدر، ومراتبه، وثمراته.
কদর বা তাকদীর আল্লাহর তা‘আলার ইচ্ছার ওপর নির্ভরশীল। আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তিনি যা ইচ্ছা তা করেন। তাকদীরের উপর ঈমান রাখা আল্লাহর রবুবিয়াতের ওপর ঈমান আনার অংশ। <br /> এ ভিডিওটিতে তাকদীরের ওপর ঈমান আনা সম্পর্কে সহীহ আকীদা তুলে ধরা হয়েছে।